× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুমানী নদী থেকে মাটির কাটার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে

রাকিব হাসনাত,পাবনা প্রতিনিধি।

১৮ মার্চ ২০২৫, ১৮:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাবনার চাটমোহরে গুমানী নদী থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে। তাদের সাথে রয়েছেন একজন যুবদল নেতা।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বওশা ঘাট এলাকা থেকে পশ্চিমে কিছুদূর এগিয়ে গেলেই গৌরনগর এলাকায় গুমানী নদীর পাড় থেকে মাটি কাটা চলছে। পাশেই দাঁড় করিয়ে রাখা একটি ভেকু মেশিন। দেখা যায় নদীর পাড় থেকে ইতিমধ্যে বেশকিছু মাটি কাটা হয়েছে। স্থানীয়রা জানান মুলত রাতের আঁধারে চলছে মাটি কাটা।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, এই মাটি কাটার সাথে জড়িত নিমাইচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি লিটন ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক সাচ্চু হোসেন ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা ফকির।

এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে নিমাইচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি লিটন ফকির বলেন, ‘অভিযোগ সত্য নয়।  আমি নদীর মাটি কাটতেছি না। আমার নিজেও গাড়ি আছে। কোথায় কি করলে কি হয় আমি জানি।’ তাহলে কে মাটি কাটছে তাদের নাম জানতে চাইলে বলেন, কে কাটছে তাও জানি না। তবে এলাকায় গিয়ে জেনে পরে জানাতে পারবো।’

চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু বলেন, ‘ঘটনাটা আমরাও শুনেছি। ফেসবুকেও লেখা এসেছে। শোনার পর আমরা অভিযুক্তদের সাথে কথা বলেছি। তারা অষ্বীকার করেছেন যে না তারা এটা করছেন না। তবে আমাদের সংগঠনের কেউ যদি এমন অবৈধ কাজ করে থাকেন তাহলে যাচাই বাছাই ও আলোচনা সাপেক্ষে যে ব্যবস্থা নেয়া দরকার আমরা নেবো।’

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি জানা নেই। এখনই খোঁজ নিচ্ছি। আপনারা তথ্য ছবি দিয়ে সহযোগিতা করুন। যারাই এই অবৈধ কাজ করবে আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.