× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

মো: তুহিন ফয়েজ,মতলব (চাঁদপুর) প্রতিনিধি।

১৯ মার্চ ২০২৫, ১৪:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

চাঁদপুরের মতলব উত্তরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সুরমা বেগম(৩৫) নামে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাত ১১টার সময় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত আব্দুল মজিদ নামে একজনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক। ভুক্তভোগী গৃহবধূ ঢাকার আশুলিয়া থানা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামে মুক্তা মনির বাড়িতে ভুক্তভোগী সুরমা বেগম(৩৫) বেড়াতে আসলে রাতে বাথরুমে যাওয়ার পথে আ. মজিদ প্রকাশ টুটুলের(৪৩) সহায়তায় মো. মামুন(৪৫) মুখ চেপে ধরে ওই বাড়ি সংলগ্ন জনৈক নিজাম উদ্দিনের বাগানে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধায় (১৮ মার্চ) ওই গৃহবধু বাদী হয়ে মতলব উত্তর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে জড়িতদের মধ্যে আব্দুল মজিদকে গ্রেফতর করে পুলিশ। মতলব উত্তর অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, এ ঘটনায় পর অভিযুক্ত আ. মজিদ প্রকাশ টুটুলকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.