× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজাপুরে কমিউনিটি ক্লিনিকের মধ্যে থেকে বিষধর সাপের ৩৫ টি ডিম উদ্ধার

এলাকায় সাপ আতঙ্ক!

সাজ্জাত বিশ্বাস, রাজাপুর ঝালকাঠি প্রতিনিধি।

১৯ মার্চ ২০২৫, ১৫:০১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর পিংরি কমিউনিটি ক্লিনিকের ফ্লোর সংস্কারের সময় ৩৫টি বিষধর সাপের ডিম উদ্ধার করা হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

মঙ্গলবার সকালে ক্লিনিকের ফ্লোরের ইট তুলে সংস্কার কাজ শুরু হলে একটি গর্তে ৩০ থেকে ৩৫টি সাপের ডিম পাওয়া যায়। সাপের ডিম দেখতে উৎসুক জনতাও ভিড় জমায়। শ্রমিকরা জানান, ইট সরানোর পর গর্তে ডিমগুলো দেখতে পান, এরপর সেগুলো মাটির নিচে চাপা দেওয়া হয়। কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা (সিএসসিপি) মুক্তা রানী দাস বলেন, “ফ্লোর ভাঙা থাকায় দীর্ঘদিন ধরেই সাপের উপস্থিতি অনুভব করছিলেন তারা।

মাঝে মাঝে বিষধর সাপের গন্ধও পাওয়া যেত।” তিনি আরও জানান, ফ্লোর সংস্কারের সময় ডিমগুলোর মধ্যে কিছু ডিম ভেঙে সাপের বাচ্চাও দেখা যায়। বর্তমানে, সাপের ডিমগুলো মাটির নিচে চাপা দেওয়া হয়েছে। এলাকাবাসী ও ক্লিনিকের কর্মচারীরা এখন সাপের উপস্থিতি নিয়ে আতঙ্কিত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.