× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহে আরাকানের আরসার আটক চার সন্ত্রাসীর বিরুদ্ধে ২ মামলা

এম এ কালাম, ময়মনসিংহ

১৯ মার্চ ২০২৫, ১৫:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে আরাকানের আরসার আটক চার সন্ত্রাসীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব ১১ এর সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলেন, আসমত উল্লাহ (২৪) মো. হাসান (৪৩), মোছা. শাহিনা (২২) এবং সোনেয়ারা (১৭)। মামলায় জব্দ দেখানো হয় ৩০ লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালংকার।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে তারা সঙ্গবদ্ধ হয়ে পরিকল্পনা করছিল। আসামিরা বর্তমানে নারায়ণগঞ্জ রয়েছে, তাদের আবেদনের প্রেক্ষিতে ময়মনসিংহ এনে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। 

রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়স্থ গার্ডেন সিটি বহুতল ভবনের ১০ তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারীসহ দুইটি শিশু সন্তান ছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.