× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরাইল উপজেলা প্রেসক্লাবের উদ্যােগে ইফতার মাহফিল

মোঃ রাহাত হোসেন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

১৯ মার্চ ২০২৫, ১৫:১৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেসক্লাবে এর উদ্যোগে  আনন্দঘন পরিবেশে ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় সরাইল সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত এ ইফতার মাহফিলে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্রবর্তীর সঞ্চালনায় আয়োজিত এই ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মোশারফ হোসাইন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যান ফন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতন সদস্য এস এন তরুণ দে, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক চিকিৎসক ডাঃ কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনসুর আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আলম, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুবউদ্দিন, দৈনিক ফ্রন্টিয়ার পত্রিকা সম্পাদক ও এ মালেক গ্রুপের চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা শিল্পকলার একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দেবনাথ, বিশিষ্ট প্রথম সারি ঠিকাদার শফিকুল ইসলাম সেলু, কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান, উপজেলার যুবদলের আহবায়ক আবু সোফিয়ান সিদ্দিকী প্রমুখ। 

এছাড়া উপস্থিত ছিলেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এস এম ফরিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফয়সাল আহমেদ দুলাল, বিপ্লব, মজিদ বক্স, রওশন আলীসহ অনেকেই। 

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.