× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জৈন্তাপুরে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ।

১৯ মার্চ ২০২৫, ১৫:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিলেটের জৈন্তাপুরে জমিয়তে উলামায়ে ইসলামি বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ই মার্চ) জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলের পূর্ব সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামির সভাপতি মাওলানা কুতুবউদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহিবউল্ল্যাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কম্পানিগন্জি। এ সময় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আগামী সংসদ নির্বাচনে সিলেট -৪ আসন থেকে খেঁজুর গাছ প্রতীকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আলি।

এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের শান্তি প্রতিষ্ঠায় ও ইসলামি শাসন ব্যবস্হা কায়েম করতে সর্বদা জাগ্রত থেকে কাজ করে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তারা আরো বলেন বিগত ফ্যাসিবাদী সরকার ইসলামী মূল্যবোধকে প্রাধান্য না দেয়ার ফলে দেশে লুটপাট, খুন,ধর্ষণ ও সন্ত্রাসবাদের উত্থান হয়েছে। এই অবস্থা থেকে নিরসনে জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার কোন বিকল্প নেই।

তারা আরো বলেন, সিলেট -৪ সংসদীয় আসন আলেম উলামাদের ঘাঁটি। তাই আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলার সকল আলেম ওলামা,যুব জমিয়ত, ছাত্র জমিয়ত কর্মীদের নির্বাচনী প্রস্তুতি নেয়ার আহবান জানানো হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জমিয়তুল আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জব্বার (দাবা), শিক্ষা সচিব  হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস, ইসলামি আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জিল্লুর রহমান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা কবির আহমেদ, দারুল উলুম দারুল হাদিস  হরিপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হুযাইফা আল হিলাল সহ উপজেলা জমিয়ত, যুবজমিয়ত ও ছাত্রজমিয়তের বিভিন্ন ইউনিয়ন হতে আগত কর্মীবৃন্দ ও স্হানীয় আলেম উলামারা ইফতার মাহফিলে অংশ নেন।

আলোচনা সভা শেষে দেশ ও সমগ্র মুসলিম উম্মাহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.