চাঁদপুরের মতলব উত্তরে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মুহূর্তেই কয়েকটি ঘর আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের বাড়িঘরসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১৮মার্চ) রাত ১১ টার সময় উপজেলার নবীপুর গ্রামে এ ঘটানা ঘটে। ওই সময় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নুরুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে একটি টিম। তবে বাসার ভেতরে ততক্ষণে আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়।
নাম প্রকাশের অনিচ্ছুক প্রতিবেশীরা জানান, তারাবি নামাজের পর ওই বাড়ির পাশে অপরিচিতি কয়েকজন লোক ও একটি দামি গাড়িসহ ৪-৫ টি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছে। তার কিছুক্ষণ পর এ বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের শনাক্ত করে বিচার দাবি করেন। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন বলেন স্হানীয় ফ্যাসিবাদী আওয়ামীলীগের লোকজনই বাড়িতে আগুন দিয়েছে।