× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জে চারদিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেন

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি।

১৯ মার্চ ২০২৫, ১৭:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

বুধবার দুপুরে  সিরাজগঞ্জ কালেক্টরেট ভবন সংলগ্ন  অফিসার্স ক্লাবের হলরুমে জেলা প্রশাসন আয়োজিত স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ের প্রকল্পের গ্রাম আদালত বিষয়ক চারদিন ব্যাপী অংশীজনদের প্রশিক্ষণ শেষে সনদ পত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ  নজরুল ইসলাম বলেন,গ্রাম আদালতের কার্যক্রম ব্যাপক আকারে প্রসারিত হলে মানুষজন উপকৃত হবেন। এজন্য সকল জনগণকে গ্রাম আদালতের সেবা দিতে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের বিকল্প নেই৷ সমাজের সকল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে ছোটখাট বিরোধগুলো আদালতে না নিয়ো যাতে করে স্থানীয় পর্যায়ে মীমাংসা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করা জরুরী। যে কারণে গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম। জেলা প্রশাসক আরোও বলেন, গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে। মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে বেশি করে জানতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব)  মোঃ কামরুল ইসলাম সমাপনি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময়  উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী,ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচাল ফারুক আহমেদ,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান খান,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতিমা।

প্রশিক্ষণ ও অনুষ্ঠান  সঞ্চালনা  করেন গ্রাম আদালত প্রকল্পের সিরাজগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আব্দুল হান্নান। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ( মোট ২৭ জন)  এই প্রশিক্ষণে অংশ নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.