× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগামী নির্বাচনে নিরপেক্ষ ভোট হলে বিএনপিই রাষ্ট্রক্ষমতায় পরিতোষ চক্রবর্তী

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি।

১৯ মার্চ ২০২৫, ১৮:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে। গণতন্ত্র, স্থিতিশীলতা,সংস্কার ও জন সমস্যা নিরসনে দ্রুত নির্বাচনের বিকল্প নাই বললেন রংপুরের বদরগঞ্জ উপজেলার বিএনপির আহবায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। তিনি (১৮ মার্চ) মঙ্গলবার বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এ বক্তব্য রাখেন।

ইফতার পূর্ব আলোচনায় তিনি আরও বলেন, বিএনপির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় দিশেহারা হয়ে দৃশ্যমান ও অদৃশ্যমান প্রতিপক্ষ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে।বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে গিয়ে তারা দেশ ,জনগণ ও গণতন্ত্রের ক্ষতি করছে । দুই একটি রাজনৈতিক দল ও মহল নিজেদের পক্ষে মাঠ গোছাতে ও বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকাতে বা বিএনপিকে চাপে রেখে এরা ক্ষমতার ভাগ ও স্বাদ নিতে চায়। নির্বাচন প্রলম্বিত করার এই সুযোগে পতিত ফ্যাসিস্ট অওয়ামী লীগ রাস্ট্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো হচ্ছে।বিএনপিও সংস্কার চায়। স্বৈরাচার আওয়ামীলীগ সরকার বিগত ১৫ বছর ধরে দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। এখন নতুন করে যারা সংস্কারের জিকির তুলছেন, তখন তাদের দেখা মেলে নাই।বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান,অপপ্রচার ও ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা রোধ করতে পারবে না কেউ।

তিনি আরো বলেন, বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণ স্বৈরাচারমুক্ত হয়নি। স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে তাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এই অঙ্গীকার নিয়েই আমাদের আগাতে হবে।

তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে বৈষম্য বিহীন সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে গ্রাম ও শহরের জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের নেতাকর্মীদের প্রতি ধৈর্য ধারণ করে সম্পৃক্ত ও সুখ- দুঃখে পাশে থাকার আহবান জানিয়েছেন তিনি।

মধুপুর ইউনিয়ন বিএনপি'র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও রংপুর জেলা বিএনপির সদস্য  মোহাম্মদ আলী সরকার।বদরগঞ্জ উপজেলা বিএনপি ও মধুপুর ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দসহ গ্রামের বিপুল সংখ্যক জনসাধারণ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.