× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উপজেলা নিবার্হী অফিসারের সাথে গোপালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি।

১৯ মার্চ ২০২৫, ১৯:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এম. রকিবুল হাসান এর সাথে গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)'র সাংবাদিকগণ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় ক্লাবের পক্ষ থেকে নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

আজ (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় নিবার্হী অফিসারের সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নিবার্হী অফিসার সাক্ষাৎকালীন আলোচনায় উপজেলা প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং গঠনমূলক সমালোচনা করতে উৎসাহিত করেন।

এম. রকিবুল হাসান গত ১৯ ডিসেম্বর ২০২৪ সালে গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় নির্বাহী অফিসার পদে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)'র সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন ও দি নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি মুন্সী সাদেকুর রহমান শাহীন সাংবাদিক পক্ষের নেতৃত্ব প্রদান করেন। 

এ সময় ক্লাবের সভাপতি ও দৈনিক বাংদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মোজাহারুল হক বাবলু, সহ-সভাপতি ও দৈনিক সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুর রশিদ চৌধুরী (আছাব), দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলার জাগরণ পত্রিকার প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ, দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান, ক্লাবের অর্থ সম্পাদক ও প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আনিচুল ইসলাম (জার্মান), দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুব উর রহমান, দেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি পলাশ চন্দ্র বিশ্বাস সহ সাংবাদিক বিল্লাল হোসেন, আবির হোসেন, হুসাইন আকরাম প্রমুখ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালীন আলোচনায় ক্লাবের সভাপতি মোজাহারুল হক বাবলু নিবার্হী অফিসারের সকল ভালো উদ্যোগগুলোয় সহযোগিতা ও উন্নয়ন মূলক কাজের ব্যাপক প্রচারের বিষয়ে আশ্বস্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.