বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল মাদারীপুর জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় আহমদিয়া কামিল এমএ মাদ্রাসার কমপ্লেক্স ভবনে জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মিজানুর রহমান এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপি আহবায়ক এডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক সোহরাব হাওলাদার, যুগ্ম আহবায়ক এডভোকেট জামিলুর হোসেন মিঠুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময়ে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গাউস উর রহমান, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল বাসার বাচ্চু, যুগ্ম আহবায়ক শামিম খান, পীরজাদা মহিউদ্দিন আজিম।
উক্ত ইফতার ও দোয়ার মাহফিলে মাদারীপুর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা কুতুবউদ্দিন এর সঞ্চালনায় দোয়া ও দোয়া মোনাজাত করেন পখিরা দরবার শরীফের পীর মাওলানা মুফতি ইমরান বীন নুর।