× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় গণহত্যার বিরুদ্ধে বাঙলা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

নওশিন শারমিলি, বাঙলা কলেজ প্রতিনিধি ।

২০ মার্চ ২০২৫, ১৩:১১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা ও নিরীহ মানুষের হত্যাযজ্ঞের প্রতিবাদে সরব হয়েছে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা। বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা ‘ফিলিস্তিন চাই স্বাধীনতা’, ‘নেতানিয়াহুকে বিচার চাই’, ‘ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াও’—এমন বিভিন্ন স্লোগানে মুখরিত করেন ক্যাম্পাস।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘‘গাজায় নিরীহ মানুষের ওপর চালানো হত্যাযজ্ঞ মানবতার ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা প্রমাণ করে যে মুসলিমদের নিজেদের শক্তিতেই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাঙলা কলেজ শাখার সভাপতি এইচ এম আব্দুল মালেক জিহাদী বলেন, ‘‘আমরা ফিলিস্তিনের মানুষের যন্ত্রণা অনুভব করি। আজকের তরুণদের মধ্য থেকেই সেই নেতৃত্ব উঠে আসবে, যারা এই অন্যায়ের জবাব দেবে। মানবাধিকারের বুলি যারা সর্বদা আওড়ায়, তারা আজ নীরব, কিন্তু আমরা নীরব থাকব না। আমাদের প্রতিবাদ চলবে।’’

শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নিয়ে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.