× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরকিয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রী জনতার হাতে আটক, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।

২০ মার্চ ২০২৫, ১৩:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

পরকিয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে কয়েকশত মানুষের উপস্থিতিতে বিচার শালিস ও আদালতের মাধ্যমে স্ত্রীকে তালাক প্রদান করে মামলার হয়রানিতে স্বামী সজল সরদারসহ তার গোটা পরিবার।

তাই মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের মাধ্যমে স্ত্রী শ্রাবন্তী ইয়াসমিন যুথির দায়ের করা নারী নির্যাতন মামলায় পুলিশী হয়রানি না করা ও অপরাধী স্ত্রী এবং তার মা বিজলী বেগমের শাস্তির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার(১৯ মার্চ) দুপুরে পাবনা- পাকশী বগা মিয়া সড়কস্থ ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর এলাকায় ভুক্তভোগী সজল সরদারের পরিবার ও এলাকাবাসী এসব কর্ম সুচি পালন করেছে।

ভুক্তভোগি সজল সরদার বলেন- বিগত প্রায় ১২ বছর আগে উপজেলার রুপপুর ফটু মার্কেট এলাকার মোস্তফা আলীর মেয়ে শ্রাবন্তী ইয়াসমিন যুথির সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে মোবাইল ফোনে পরকীয়া প্রেম শুরু করে। তার অনুপস্থিতিতে স্ত্রী যুথি তার পরকীয়া প্রেমিককে বাড়িতে এনে আপত্তিকর কর্মকান্ড করে। এসব করতে নিষেধ করলে স্ত্রী যুথি ও তার মা (শ্বাশুড়ি) বিজলী বেগম তার উপর অত্যাচার করতো। 

সজলের দাবী তার শিশু মেয়ের কথা বিবেচনা করে এতোদিন সব কিছু সহ্য করতেন। সর্বশেষ চলতি বছরের ১৪ জানুয়ারি/২৫ রাতে পরকীয়া প্রেমিককে বাড়িতে ডেকে এনে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। তিনি রাত পনে ১২ টার দিকে চাকরী থেকে তাদের হাতেনাতে আটক করে। পরে দুই পরিবারের উপস্থিতিতে শালিস বৈঠক হয়। সেখানকার সিদ্ধান্ত মোতাবেক তিনি আদালতের মাধ্যমে দেন মোহরসহ দেনা পাওনা পরিশোধ করে স্ত্রী যুথিকে তালাক দেন। এরপর তার স্ত্রী ও শ্বাশুড়ি তাদের হয়রানি করতে আদালতে মিথ্যা মামলা করে। সেই মামলায় পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য তাড়া করতে। অন্য দিকে স্ত্রী ও তার মা তাদের হত্যা করে লাশ গুমসহ নানা রকম হুমকি ধামকি প্রদান করছে।

প্রতিবেশি রান্ত বেগম, সহিদা খাতুন, মালা ও নারগিস বেগম জানান, স্বামীর বাড়ির লোকজনকে কোনভাবেই পরোয়া করতো না যুথি। বাড়িতে অসামাজিক কার্যকলাপ চালাতো। এই কারনে এলাকার পরিবেশ খারাপ হয়ে গিয়েছিল। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পরকীয়া প্রেমিকের নিজ বাড়িতে আপত্তিকর অবস্থায় আটকের পর তাকে তালাক দিয়েছে। এখন আবার মিথ্যা মামলা দিয়ে সজলের পরিবারকে হয়রানি করা হচ্ছে। 

প্রতিবেশিদের দাবী সজল সরদারের পরিবারের লোকজন এলাকার মধ্যে খুবই নিরীহ ও শান্তশিষ্ট। পুলিশ যেন তাদের অহেতুক হয়রানি না করে সেই জন্য পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাদের সুদৃষ্টিসহ আশু হস্তক্ষেপ করবেন।
প্রায় ঘন্টা ব্যাপী কয়েকশত গ্রামবাসী বগা মিয়া সড়ক অবরোধ করে এসব কর্মসুচি পালন করে। এই সময় রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের প্রায় শতাধিক যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.