ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের সামাজিক সংগঠন তরুণ সংঘের উপহারের ঘর পেয়েছে ৫ অসহায় পরিবার। বুধবার দুপুরে তরুণ সংঘের কার্যালয়ে উপহারের ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৃণমূল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নিউজ ২৪ এর ফেনী প্রতিনিধি মো. ইয়াসীন সুমন।
তরুণ সংঘের ইয়াকুব রকির সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম হোসেন এমাম।
সাধারণ সম্পাদক নুরুল হুদা লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, চন্ডিপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্যাহ, দাগনভূঞা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুর হোসেন।
এসময় তরুণ সংঘের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাফর উল্যাহ, স্থায়ী পরিষদের সদস্য টিএস মোরশেদ মিঠু, জাহাঙ্গীর হোসেন চোটন, সহ-সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ ফরহাদ, সদস্য দুলাল হোসেন, সাহাব উদ্দিন, মনির পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৫ পরিবারকে উপহারের নতুন ঘরের চাবি হস্তান্তর করেন অতিথিবৃন্দ।