× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামায়াত ইসলামীর ইফতার মাহফিলে বক্তারা

টাকার বিনিময়ে যেনো ভোট কেনা না হয় সেদিকে সচেতন থাকতে হবে

রাজশাহী ব্যুরো।

২০ মার্চ ২০২৫, ১৩:৫১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর জামায়াতের ইসলামীর সভাপতি ও কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড.কেরামত আলী, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন সরকার, মহানগরের ভারপ্রাপ্ত সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহাবুবুল হাসান বুলবুল, মহানগর জামায়াত ইসলামীর মিডিয়া ও প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম ইমন, দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক সরদার আব্দুর রহমান সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি শাহাদৎ হোসেন।

মহানগর জামায়াতের ইসলামীর রাজশাহী মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড.কেরামত আলী মুক্তাকি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, আমাদের বিবেকের তাড়নায় যদি আমরা সত্যকে প্রকাশ করতে চায়, তাহলে রোজাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। রোজা সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তুলে ধরেন। রোজা করে মিথ্যা কথা ত্যাগ করতে না পারলে সেই রোজা কবুল হয়না। এই মাস নিজের চরিত্র গঠণের মাস। জাতী আমাকে আপনাকে নিয়েই; তাই সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করতে হবে।

জামায়াত ইসলাম ব্যতীত আল্লাহর আইন প্রয়োগের কথা কেউ বলেনা। আগামী নির্বাচনে জামায়াত জয় লাভ করলে দেশে কোরআনের আইন প্রয়োগ করা হবে। সেই ফ্যাসিবাদী সরকারের মতো যদি অন্য ফ্যাসিবাদীরা চলে আসে তাহলে দেশ ও জাতীর জন্য কোন লাভ হবেনা। টাকার কাছে যেনো নির্বাচন প্রভাবিত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। টাকার বিনিময়ে যেনো কেউ ভোট কিনতে না পারে সেদিকে সচেতন থাকতে হবে। আমরা যেনো কোন ফ্যাসিবাদ শক্তির কাছে আর জিম্মি যেনো না হই সেদিকেও সতর্ক থাকতে হবে।

দলের মহানগর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন সরকার বলেন, কোন ঘটনা সম্পর্কে সত্য জেনেও সাংবাদিকদের কলমের মাধ্যমে সেটা যেনো মিথ্যায় রূপান্তর না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত। কারণ মিথ্যা ক্ষণস্থায়ী, সত্য চিরস্থায়ী। আমাদের রাজশাহীতে দুই ধরনের সাংবাদিক লক্ষ্য করা যায়। একপক্ষ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করেন, আর অন্যপক্ষ, সেটিকে নেতিবাচক সংবাদ হিসেবে প্রকাশ করতো। এটা শুধু লজ্জাজনকই নয়, বরং নিজের পেশার সাথেও বেঈমানি করা। আপনারা যদি সত্যকে ভয় পান তাহলে কর্মের সাথে প্রতারণা করা হয়। আমাদের বিরুদ্ধে যদি কোন সত্য অভিযোগ থাকে, তাহলে সেটি নিয়ে আপনারা অবশ্যই লিখবেন।

সহ-সভাপতি শাহাদৎ হোসেন নিজ বক্তব্যে বলেন, ইসলাম হচ্ছে প্রকৃতির ধর্ম, মানবতার ধর্ম, মানুষের ধর্ম। বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতিটি বক্তব্যকে অনেকেই অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, বক্তব্যকে কোড করে আঁকাবাঁকা পথ খোজেন অনেকেই। যেটা কখনোই কাম্য নয়। দেশ ও জাতীর স্বার্থে আমাদের উচিত নতুনভাবে কিছু অনুধাবন করার চেষ্টা করা। নতুনভাবে দেশকে সাজানোর চেষ্টা করা।

দৈনিক সংগ্রাম পত্রিার সাংবাদিক সরদার আব্দুর রহমান বলেন, পৃথিবীর সকল হারাম ত্যাগ করতে হবে, মিথ্যাচার ত্যাগ করতে হবে। সাংবাদিকরা যে কলম ব্যবহার করছে সেটিকে নৈতিকতার জন্য ব্যবহার করতে হবে।
ইফতার শুরুর পূর্বমুহুর্তে প্রত্যের রোজদার ব্যক্তির সহ দেশ ও জাতীর কল্যাণে মোনাজাত করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.