× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে ১৫ টাকা কেজিতে চাল পেয়ে নিম্ন আয়ের মানুষের মুখে হাসি

মো: তুহিন ফয়েজ,মতলব চাঁদপুর প্রতিনিধি।

২০ মার্চ ২০২৫, ১৪:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় (ন্যায্যমূল্যে) সারা দেশের ন্যায়  বৃহস্পতিবার (২০ মার্চ ) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯ নং জহিরাবাদ ইউনিয়নে ৩০ কেজি করে ১৫ টাকা কেজি দরে ন্যায্যমূল্যের এই চাল বিক্রিকরা হয়েছে ৷

ন্যায্যমূল্যের কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ডধারীরা এই চাল কিনতে পারছেন। কম দামে চাল পেয়ে নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফুটেছে।

জহিরাবাদ ইউনিয়নে ৩৩৮ জন কার্ডধারীর মাঝে ৩০ কেজি করে ১৫ টাকা দরে ন্যায্যমূল্যের এই চাউল বিতরণ করা হয়৷ চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ট্যাগ অফিসার মো: সাইফুল ইসলাম,ডিলার মো: খবির হোসেন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ৷

এছাড়া একই দিনে মোহনপুর ইউনিয়নের ৫০৯ জন কার্ডধারীর মাঝে ৩০ কেজি করে ১৫ টাকা দরে চাউল বিক্রিকরা হয় ৷ এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার মো: হানিফ মিয়া,ডিলার মোহাম্মদ শাহাবুদ্দিন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷

এসময় কার্ডধারীরা ন্যায্যমূল্যের চাউল কিনতে আসা একাদিক নারী-পুরুষরা স্থানীয় সাংবাদিকদের বলেন,আমরা ১৫ টাকা দরে চাউল কিনতে পেরে খুসী সরকাকে ধন্যবাদ ৷ তবে সরকারের কাছে দাবী চাউলের দামটা আরেকটু কমানো হলে আমরা খেয়ে পরে বাচঁতে পারবো তাই চাউলের দামটা আরেকটু কমানোর জন্য সরকারের কাছে অনুরোধ করছি ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.