× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংগাইরে হামলার ঘটনায় আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি।

২০ মার্চ ২০২৫, ১৫:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মো. হারুন-উর-রসিদ, তার ছেলে মো. সাব্বির হোসেনসহ ৪ জন গুরুতর আহতের ঘটনায় মামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

আজ (২০ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা এলাকার বাংলার মোরে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় মো. মনসুর আলী, ফারুক হোসেন, মো. আমানুল্লাহ, আহত সাব্বির, মিজানসহ অনেকে।

এসময় ভুক্তভোগীরা জানান, সিংগাইর থানায় মামলা হলেও আসামিদেরকে এখনো গ্রেফতার করা হয়নি, বরং আসামিরা বর্তমানে স্বজনদের মোবাইল ফোনে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। অতি দ্রুত মামলার আসামি ফারুক, ডালিমসহ অন্যান্যদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

সম্প্রতি জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর এলাকায় ব্লাজন নামক লেবেল ফ্যাক্টরীর উত্তর-পূর্ব পাশে গরুর ঘাস কাটার সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় মো. ফারুক হোসেন, মো. ডালিমসহ ১৭ জন নামীয় ও ১০-১২ জন অজ্ঞাত আসামী দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে মোঃ হারুন-অর-রশিদসহ আরো ৪-৫ জনের উপর অতর্কিত হামলা চালায়। হারুন-উর-রসিদকে উদ্ধার করতে গিয়ে মো. হারুন-অর-রশিদের ছেলে সাব্বির (১৯), মো. মিজানুর রহমান (৪০) ও শামসুল আলম (৪২) গুরুতর আহত হন। এরমধ্যে হারুন অর রশিদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বজনেরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.