× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরিষাবাড়ীতে হোটেল কর্মচারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি।

২০ মার্চ ২০২৫, ১৫:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামালপুরের সরিষাবাড়ীতে রাসেল মিয়া (৩৫)নামের হোটেল কর্মচারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আরামনগর বাজারের চা দোকানদার অহিদুল মিয়ার ছেলে রাসেল মিয়া।

আজ (২০ মার্চ) সকালে পৌরসভার আরামনগর বাজারের পাবলিক টয়লেট সংলগ্ন বটগাছের নিচে টিনসেট দোকান থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে সরিষাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি ও শোকের ছায়া নেমে এসেছে । এ ছাড়াও দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও  ন্যায় বিচারের দাবী জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী  ।

ঘটনার পরে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: চাঁদ মিয়া, জামালপুর ওসি (ডিবি)  মো: নাজমুস সাকিব সহ সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  পাশাপাশি পুলিশ,ডিবি পুলিশ সহ প্রশাসনের অন্যান্য সংস্থার সদস্যরা ছায়া তদন্ত শুরু করেছে।  

এদিকে স্থানীয়রা জানান,  এখানে দীর্ঘদিন ধরে মোবাইলে টাকার মাধ্যমে অনেকেই লুডু খেলে ।  পাশাপাশি মোবাইলের মাধ্যমে অনলাইনে জুয়া আসক্তদের এখানে আনা গোনা বেশি।  এই ঘটনার সাথে জুয়াড়ুরা জড়িত কিনা তদন্ত করা হোক।   
নিহতের বাবা অহিদুল মিয়া ও বোন রাশেদা জানান, রাসেল  দীর্ঘদিন ধরে মোবাইলে বিভিন্ন অনলাইন খেলায় আসক্ত হয়ে পড়ায় ঋণগ্রস্ত হয়। পাওনাদাররা তাকে কয়েকদিন ধরে চাপ দিয়ে আসছিল। গত বুধবার দুপুরে কয়েকজন গিয়ে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, এরপর থেকে সে আর ফিরে আসেনি । সঠিক তদন্ত করে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আনার দাবী জানান তারা।

এদিকে চা দোকানদার হাফিজুর রহমান জানান,দোকান সংস্কারের কাজ চলছিল। সকালে দোকান খুলে ভেতরে ঢুকে তিনি দেখতে পান, রাসেল ঘরের চালের কাঠের সাথে গলায় রশি লাগানো অবস্থায় ঝুলে আছেন, পেছন থেকে হাত ও পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। পরে পুলিশে সংবাদ দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
অন্যদিকে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.