× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

 রংপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

মার্কিন সমর্থনে ইসরায়েল যুদ্ধনীতি লঙ্ঘন করেছে

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

২০ মার্চ ২০২৫, ১৭:৪১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদে বিভাগীয় নগরী রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচি থেকে অবিলম্বে গণহত্যা বন্ধ করাসহ মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইসরায়েলি বাহিনীর বিচারের দাবি জানানো হয়

আজ (২০ মার্চ) বাদ যোহর নগরীর শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। নগরীর গ্রান্ড হোটেল মোড়, ওয়ালটন মোড় ও জাহাজ কোম্পানী মোড় সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মহানগর জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি আল-আমিন হাসান, জেলার সেক্রেটারি মাওলানা এনামুল হক ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মোস্তাক আহমেদ।

রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে সঞ্চালনা করেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী।

সমাবেশে জামায়াত নেতারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ সমর্থনে মানবতার দুশমন ইসরায়েল যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গত দুদিন ধরে গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে যাচ্ছে। শুধু একদিনের শিশুসহ ৪ শতাধিক লোককে হত্যা করেছে। যুদ্ধ বিরতি কার্যকর করার পরও ইসরায়েল গাজায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে। ১৮ মার্চের হামলাটি ছিল অত্যন্ত নিকৃষ্টতম। এই হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধনীতি লঙ্ঘন করেছে এবং নির্মম বর্বরতা চালিয়েছে।

এসময় জাতিসংঘের কঠোর সমালোচনা করে জামায়াত নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘ সম্পূর্ণ একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখনো মার্কিন সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থায় চলে জাতিসংঘ। এই সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার পতন না হলে সারা বিশ্বের কোনো মানুষ, কোনো অঞ্চল নিরাপদ নয়। সন্ত্রাসী-দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আরব লীগ ও ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থা এবং শান্তিপ্রিয় বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা গাজার যুদ্ধবিধ্বস্তদের প্রতি সমর্থনের চিহ্ন হিসেবে অনেকেই কেফিয়েহ নামের ফিলিস্তিনি স্কার্ফ পরেছিলেন। তাদের হাতে ফিলিস্তিনের পতাকাসহ বিভিন্ন প্ল্যাকার্ডও ছিল। সেসব প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই’, ‘সেভ গাজা-ফ্রি ফিলিস্তিন’ প্রভৃতি বক্তব্য।

এর আগে বুধবার (১৯ মার্চ) বিকেলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ভয়াবহ হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রংপুর প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মহানগর ইসলামী ছাত্রশিবির। এতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মিছবাহুল করিম, মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিসুর রহমান, জেলা সভাপতি ফিরোজ আফ্রিদি, দপ্তর সম্পাদক মুনতাজির সালেহীন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সোহেল রানা, সেক্রেটারি সুমন সরকার, কারমাইকেল শাখা সভাপতি মেহেদী হাসান ও সেক্রেটারি আবু সুফিয়ান বক্তব্য দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.