× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৭ দফা দাবিতে শেরপুরে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

জয়ন্ত দে, শেরপুর প্রতিনধি।

২০ মার্চ ২০২৫, ১৭:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

৭ দফা দাবিতে ক্লাস বর্জন করে শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ২০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে আধাঘন্টা পর্যন্ত সড়কে অবস্থান করে বিক্ষোভ করেন তারা। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিটের পরিপ্রেক্ষিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন। সকাল ১১টার দিকে ইনস্টিটিউট গেইটের সামনে শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে মিছিল করে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে ৭ দফা দাবি পূরণে নানা স্লোগান দেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান শিক্ষার্থীরা।

এরপর তারা জেলা প্রশাসকের কক্ষে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান স্মারকলিপি গ্রহণ করে সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর আশ্বাস দিলে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ছেড়ে যায়।

শিক্ষার্থীদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ‘ডিপ্লোমা প্রকৌশল’ থাকতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য) সব বিভাগীয় শহরগুলোয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.