বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মোহাম্মদ পুর থানা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। (২১ মার্চ) মোহাম্মদপুর বেরিবাঁধ ঢাকা মহানগর উত্তরের ২৯,৩১,৩২,৩৩,ও ৩৪ নং ওয়ার্ড শ্রমিক দলের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা শ্রমিক দল সদস্য সচিব ফজলুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক দুলাল,সাংগঠনিক প্রার্থী মোঃ শাহিন সহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন বিএনপি জনকল্যানে কাজ করে যাচ্ছে । আমরা সবসময় জনগণের পাশে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই । পবিত্র রমজান মাসে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিবছরের ন্যায় এই বছর আমরা এই ইফতারের আয়োজন করেছি । ভবিষ্যতেও করব । আমরা সব সময় আপনাদেরকে সাথে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে চাই।
বক্তারা এ সময় মোহাম্মদপুরে চুরি ছিনতাই ও ডাকাতির বিষয়ে তারা বলেন কিছু অসাধু ব্যক্তির নেতৃত্বে এই ধরনের কার্যক্রম চলছে । প্রশাসনকে কঠোরভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও মন্তব্য করেন বক্তারা। আমরা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করব।
বক্তার আরো বলেন গত ১৬ বছরে বিএনপির নাম আমরা মুখে আনতে পারতাম না। আমাদের উপরে নানা ধরনের জুলুম অত্যাচার চলেছে, আমরা নির্যাতিত সৈনিক । এখন অনেকেই নব্য বিএনপি সেজে আমাদের ভিতরে মিশে সমাজে বিভ্রান্ত সৃষ্টি করছে । এদেরকে প্রতিহত করতে হবে। এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।