× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অসহায় ও এতিম শিক্ষার্থীদের স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউকে এর আর্থিক সহায়তা

মাদারীপুর প্রতিনিধি।

২২ মার্চ ২০২৫, ১৮:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাদারীপুরে প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠন স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় ও এতিম শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। শনিবার (২২ মার্চ) দুপুরে মাদারীপুর শহরের কুকরাইল আলহাজ¦ নুর মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় স্থানীয় এতিমখানার শিশু শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তার খাম তুলে দেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব মুহাম্মদ হাবিবুল আলম।

আয়োজকরা জানান, সহমর্মিতার হাত বাড়িয়ে স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন প্রতিবছরই এতিম শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছর মাদারীপুরের কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান তুলে দেয়া হয়। স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউকে’র সভাপতি মাহফুজ রনি ও উপদেষ্টা মনিরুজ্জামান শরীফ আগামীতেও এভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এম.এম আরাফাত হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পখিরা দরবার শরীফের পীর মুফতি মাওলানা ইমরান বিন নূর, নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) এর সভাপতি এ্যাড. মশিউর রহমান পারভেজ, আদর্শ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসকান্দার আলী মাতুব্বর,  মানব কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক জিএম পলাশ, সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভী, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলনসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন পাশে আছি মাদারীপুরের প্রতিষ্ঠাতা বায়জীদ মিয়া।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.