× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে সেনা কর্মকর্তার উপস্থিত বুদ্ধিতে সেনাবাহিনীর পোশাকে ভুয়া মেজর আটক

কামরুল হাসান টিটু,রংপুর ব্যুরো।

২৪ মার্চ ২০২৫, ১৮:০৩ পিএম । আপডেটঃ ২৪ মার্চ ২০২৫, ১৮:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরে সেনাবাহিনীর পোশাকে নি‌জে‌কে মেজর প‌রিচয়দাতা ফজলে রাব্বি (২৮) নামে এক ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনী। এসময় ওই চক্রের আরও ৪ জনকে আটক করা হয়েছে। আজ (২৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে জনগণের সহযোগিতায় তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম। এসময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ৪টি মোবাইল ফোন, ওয়াকি-টকি, ইয়ামাহা মোটরসাইকেল, নগদ ২ লাখ ৯০ হাজার ৫৬৫ টাকাসহ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণামূলক বিভিন্ন কাগজপত্র সনদ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ওই ভুয়া মেজরের নাম মো. ফজলে রাব্বি ঠাকুরগাঁও জেলার মোকতার আলমের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষ সূত্রে জানা যায়, ঈদের বাজার করতে রংপুরের জাহাজ কোম্পানি মোড় সংলগ্ন রয়্যালটি মেগা মলে নেমে সেনাবাহিনীর পোষাকে মো. ফজলে রাব্বিসহ আরও বেসামরিক পোশাকে ৪জনকে দেখতে পান সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম। এসময় তিনি ওই পোশাকধারীর পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা  করে। পরবর্তীতে তাদের ধাওয়া করে ভুয়া সেনাবাহিনী বলে চিৎকার দিলে স্থানীয় জনগণ ভুয়া মেজর মো. ফজলে রাব্বিকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন মো. রাব্বি। পরে নিকটবর্তী সেনাক্যাম্পে তাকে নেওয়া হলে এবং জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীর সদস্য না বলে জানান তিনি।

পরবর্তীতে ভুয়া সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী মো. ফজলে রাব্বিকে সঙ্গে নিয়ে অভিযানে নামলে পালিয়ে যাওয়া আরও ৪ সদস্যকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে রাব্বি জানায় রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বেকার যুবকদের সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা জানান তিনি। এদিকে ভুয়া মেজরকে আটকের ঘটনায় সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুমের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন উপস্থিত জনগণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.