× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে কৃষকদের মাঝে পাটবীজ ও সার বিতরণ

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।

২৫ মার্চ ২০২৫, ১৫:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

"সোনালী আঁশে সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে   উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের তালিকাভূক্ত পাট চাষীদের মাঝে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২৫ মার্চ বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর পাঁচবিবির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ছামছুল আলম, উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ( সদর ও পাঁচবিবি) রাইহান ফেরদৌস, নাজমুল হক, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে উপজেলার ৩ হাজার তালিকাভূক্ত কৃষকদের মাঝে ১ কেজি উন্নতমানের পাটবীজ ও ১২ কেজি রাসায়ানিক সার প্রদান করা হয়। শেষে গত মৌসুমের শ্রেষ্ঠ পাট চাষী হিসাবে আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.