× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবৈধ ৮ ইট ভাটায় ৩৬ লাখ টাকা জরিমানা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি।

২৫ মার্চ ২০২৫, ১৫:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

নীলফামারীর সৈয়দপুরে অবৈধ ৮টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৩৬ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদফতর। সোমবার (২৪ মার্চ) নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার অবৈধ এসব ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুসারে জরিমানার বিষয়টি নিশ্চিত করেন  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন।

অভিযানে, এম এ বি ব্রিকস ৫ লাখ টাকা, বি পি এল-২ ব্রিকস ৬ লাখ টাকা, এ এস বি ব্রিকস ৬ লাখ টাকা, এ স্টার বি ব্রিকস ৬ লাখ টাকা, এ বি এল ব্রিকস ৬ লাখ টাকা, এম বি ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা, এম বি সি ব্রিকস ৩ লাখ টাকা, টি বি এল ব্রিকস ৫০ হাজার টাকাসহ ৩৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

নীলফামারী পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, জেলায় ৫৩টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ৭টিতে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র রয়েছে। ১০টি বন্ধ রয়েছে এবং ১২টিতে রিট রয়েছে। বাকি যেসব অবৈধ ইটভাটা রয়েছে সেগুলোতে জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদফতর অভিযান পরিচালনা করছি। স্কেভেটর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। পানি দিয়ে ইট পোড়ার চুল্লি নিভিয়ে দেওয়া হচ্ছে ও অর্থদণ্ড করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.