× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়ায় সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের নিয়ে ইফতারি করলেন, রিয়াজ মালিথা

এস এম ওয়ালিদুজ্জামান শুভ

২৫ মার্চ ২০২৫, ১৬:১৬ পিএম । আপডেটঃ ২৫ মার্চ ২০২৫, ১৬:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রিয়াজ মালিথা'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৩ মার্চ) রোববার আমলা বাজারের পাশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রায় দুই শতাধিক অসহায় সুবিধাবঞ্চিত ও শারীরিক প্রতিবন্ধীদের সাথে নিয়ে ইফতারি করেন রিয়াজ মালিথা।

জানা যায়, আমলার ঐতিহ্যবাহী মালিথা পরিবারের পক্ষ থেকে প্রতি বছরেই এ ধরনের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়াও আমলা এলাকার সাধারণ সুবিধাবঞ্চিত মানুষদের বিপদের বন্ধু হিসেবে পরিচিত রয়েছে মালিথা পরিবার। সেই পরিবারের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রিয়াজ মালিথা নিজ এলাকায় দীর্ঘদিন ধরে সমাজের জনকল্যাণ মূলক বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন।

ইফতার ও দোয়া মাহফিলে রিয়াজ মালিথা বলেন, সমাজের অবহেলিত অসহায় ও শারীরিক প্রতিবন্ধীদের মুখে একটু হাসি ফোটাতে পারলে আমার নিজের কাছে ভালো লাগে। আর এ ভালোলাগা থেকেই সব সময় চেষ্টা করি ওদের জন্য কিছু করতে। তাদের হাসিমাখা মুখে একটু দোয়া আমার কাছে অনেক কিছু। এসময় তিনি সমাজের সকল বিত্তশালী ব্যাক্তিদের এসব সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়ানোর আহবান জানান। ইফতার ও দোয়া মাহফিলের শেষে সকলকে ঈদ উপহার স্বরূপ নগদ অর্থ তাদের হাতে তুলে দেন রিয়াজ মালিথা। ঈদ উপহার পেয়ে উপস্থিত সকলে রিয়াজ মালিথা ও তার পরিবারের সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.