× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে গণহত্যা দিবস উদ্‌যাপিত

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে আহ্বান

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুর

২৫ মার্চ ২০২৫, ১৮:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, আমরা এমন একটি বৈষম্যহীন দেশ গড়ে তুলবো যেখানে থাকবে সাম্য, ন্যায়বিচার ও মানবাধিকার।

 জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘গণহত্যা, ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, বাঙালিরা বীরের জাতি। দেশের স্বাধীনতা জন্য মানুষের জীবনদান পৃথিবীর ইতিহাসে বিরল। পশ্চিম পাকিস্তান দেশ ভাগের পর থেকেই এদেশের মানুষের প্রতি বৈষম্য, শাষণ-শোষণ, অমানবিক অত্যাচার ও নির্যাতন করে আসছিল। বাঙালিরা যখন তাদের ন্যায্য দাবি আদায় এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য ১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাতে সামরিক বাহিনী দ্বারা অপারেশন সার্চলাইট নামে অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, পশ্চিমা হানাদার বাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে পৈশাচিক হত্যাযজ্ঞ চালাতে থাকে। ঢাকাসহ অন্যান্য শহরেও হাজার হাজার নিরীহ, নিরস্ত্র বাঙালিকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু সেই অন্ধকার রাতেই জন্ম হয়েছিল স্বাধীনতার দীপ্ত শপথের। আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করে আমাদের উপহার দিয়েছেন একটি স্বাধীন ও সার্বভৌম দেশ, একটি মুক্ত সমাজ ও লাল সবুজের পতাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অ্যাডিশনাল রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক খান, মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. আবু সাইম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার প্রমুখ।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.