ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান বুধবার সকালে আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল মিজান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স. ম. আজহারুল ইসলামের সভাপতিত্বে ও আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের শিক্ষক ইমাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, দাগনভূঞা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, উপজেলা জামায়াতের সাবেক আমীর এএসএম নূর নবী দুলাল, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা হেদায়েত উল্যাহ, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, দাগনভূঞা রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ ইকবাল, ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা মাষ্টার রুহুল আমিন প্রমুখ। দেশ ও মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া পরিচালনা করেন আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ এনায়েত উল্যাহ।
শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।