কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন, কুষ্টিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলাধীন “শহিদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের” সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক, কুষ্টিয়া এবং জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়সহ কুষ্টিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনারা আমাদের গর্ব। আপনাদের জন্যই আজ আমরা স্বাধীনতা পেয়েছি। সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করে দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধকালীন তাদের বীরত্বপূর্ণ দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ বিভিন্ন স্মৃতিচারণ করেন। আলোচনা সভা শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা উপহার তুলে দেওয়া হয়।