× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীতে চরাঞ্চলের পাঁচ শতাধিক সুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন লাভলু ফাউন্ডেশন

লায়ন কুড়িগ্রাম প্রতিনিধি।

২৬ মার্চ ২০২৫, ১৬:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আব্দুর রউফ (লাভলু) ফাউন্ডেশনের উদ্যেগে ধরলার চরাঞ্চলের পাঁচ শতাধিক সুস্থ বাসিন্দাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুর ১২ টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ধরলা নদী সংলগ্ন সোনাইকাজী দারুস সালাম হাফেজিয়া মাদরাসার মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষে ৫'শ চরাঞ্চলের বাসিন্দাদের ৫০০ গ্রাম লার্চা সেমাই, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম মুসুর ডাল ও ১ কেজি চাল প্রত্যেকের মাঝে বিতারণ করা হয়। ঈদের এ সব সামগ্রী পেয়ে অনেকেই খুশি মনে বাড়ি ফিরেছেন।নাম প্রকাশের অনিচ্ছুক এক দিনমজুর জানান, প্রতি ঈদের মতো এবারও আব্দুর রউফ লাভলু ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের ঈদ সামগ্রী দিয়েছেন। এই ঈদে সামগ্রী পাওয়ায় নাতি-নাতনীদের মুখে হাসি ফুটবে। ঈদও ভালো কাটবে। আমি এই ফাউন্ডেশনের সাফল্য কামনা করছি। 

৭৫ বছের এক বৃদ্ধাকে দেখা গেছে, ঈদের সামগ্রী পেয়ে মনের আনন্দে বাড়ীতে যাচ্ছেন। ঈদ উপহার পেয়ে কেমন লাগছে আপনার এমন প্রশ্ন করলে তিনি কি কমু বাহে, অনেক অনেক খুশী লাগছে। ডাক্তার বাবুর জন্য প্রতি বছর ঈদ উপহার পাই। আমরা ডাক্তার বাবুর জন্য দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন। 

বিতরণ কালে উপস্থিত ছিলেন, আব্দুর রউফ লাভলু ফাউন্ডেশনের কর্ণধার ও রংপুর স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক এবং উপজেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক ডা: শাহাদত হোসেন, প্রেসক্লাব  ফুলবাড়ী এর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রভাষক আরাবুর রহমান পাশা, ফুলবাড়ী সদর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুুর রহমান প্রমুখ। 

আব্দুর রউফ লাভলু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রংপুর স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক এবং উপজেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক ডা: শাহাদত হোসেন জানান, আমি টানা ১০ বছর ধরে দুই ঈদে চেষ্টা করছি অসহায় গরিব-দুঃখীদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে একটু হাসি ফোটাতে। তিনি বলেন, দুই ঈদ ছাড়াও বন্যা কবলিতদের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের ত্রান সামগ্রী বিতরণ ও শীতে কম্বল বিতরণ করে আসছি। যতদিন থাকবো এই কাজগুলো আমার ব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.