× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছুটিতে চালু ছিলো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জরুরী সেবা

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি।

০৩ এপ্রিল ২০২৫, ১১:৩৮ এএম

ছবিঃ সংগৃহীত।

ঈদের ছুটি সারাদেশের সকল সরকারি প্রতিষ্ঠান গুলো যখন বন্ধ। মানুষ নিজ বাড়িতে দীর্ঘদিনের ছুটি পেয়ে আনন্দ উপভোগ করছেন ,তখন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো সাধারণ জনগনের প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা নিশ্চিত করতে সেবা কেন্দ্রে সার্বক্ষনিক অবস্থান করে প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা সহ অন্যান্য জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ,পরিবার কল্যাণ পরিদর্শিকাগন।

জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে দিন রাত সেবা দিয়ে  যাচ্ছেন মাদারীপুর জেলার কালকিনি ,ডাসার ও সদর উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও  পরিবার কল্যাণ কেন্দ্র সমূহ।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জানান, আমাদের সেবা কেন্দ্র গুলোতে পরিবার কল্যাণ পরিদর্শিকাগন এই ঈদের ছুটিতে ও সার্বক্ষণিক সেবা নিশ্চিত করেছেন, প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো এখন মানুষের আস্থাযোগ্য অন্যতম সেবা প্রতিষ্ঠান। পাশাপাশি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে  ও জরুরি সেবা কার্যক্রম চালু ছিলো। 

স্থানীয় জনগন বিনামূল্যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা পেয়ে  অনেক খুশি। এতে করে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হ্রাস পেয়েছে। পরিবার পরিকল্পনা ,মা ও শিশু স্বাস্থ্য ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবায় স্থানীয় পর্যায়ে এই প্রতিষ্ঠান গুলো বিশেষভাবে কাজ করে  যাচ্ছে।

তবে বেশ কিছু ইউনিয়নে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদ শূন্য ,শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ দিলে সাধারণ জনগন  আরো ও উপকৃত হবে এবং প্রান্তিক জনগণের দৌড়গোড়ায় সেবা নিশ্চিত হবে। পাশাপাশি পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে বিনামূল্যে ডেলিভারি কীট সরবরাহ করা জরুরি। প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবার পাশাপাশি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে পরিবার পরিকল্পনা বিভাগ। কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন ও বাঁশগাড়ি ইউনিয়নে সবচেয়ে বেশি ডেলিভারি হচ্ছে।

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান তার সুন্দর মনোবল নিয়ে কাজ করে আসছেন। আমি সার্বিক সহযোগিতার চেষ্টা করে আসছি। কিছু কম্বল দেওয়া হয়েছে,খুব শীঘ্রই কিছু মালামাল ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে একটি ওটি রুম নির্মাণ করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.