ছবিঃ সংবাদ সারাবেলা।
ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটকের ভিড়ে মুখরিত হয়ে ওঠেছে পর্যটনের নগরী গর্ভধারিণী গোয়াইনঘাট উপজেলা। সবুজ পাহাড় আর নীল আকাশ,হিম শীতল স্বচ্ছ জল, নূড়ী পাথর দেখতে প্রকৃতিপ্রেমী মানুষের ঢল নেমেছে বিউটি কন্যা খ্যাত পর্যটনকেন্দ্র জাফলংয়ে। প্রত্যাশিত ও রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগমে জাফলং পর্যটনকেন্দ্র পর্যটকদের মিলনমেলায় পরিণত হয়েছে। জাফলং চাবাগান মোহাম্মদপুর থেকে শুরু করে জাফলং জিরো পয়েন্ট পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের আনাগোনায় কানায় কানায় পরিপূর্ণ জাফলং। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পরিবার-পরিজন শিশু-কিশোরদের আনন্দ উল্লাসে জাফলংয়ের সবুজ প্রকৃতিতে ফিরেছে প্রাণ।
আগত পর্যটকদের সাথে কথা বললে তারা জানান, পর্যটনের উন্নয়নে সরকার ও প্রশাসনকে নানাবিধ উদ্যোগ গ্রহন করতে হবে। তবে এ খাতে দ্রুত প্রসার ঘটবে। নতুন নতুন সুযোগ সুবিধা যুক্ত করে চাহিদার সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে হবে দেশের পর্যটন খাতকে। পর্যটনের বিকাশে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে। দেশের বিভিন্ন প্রান্তে চাহিদা অনুযায়ী পর্যটনের প্রসার ঘটছে। নতুন নতুন স্থানে পর্যটনের সম্ভাবনা তৈরি হচ্ছে।
পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য বজায় রেখে, সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রেখে স্থানীয় জনসাধারণকে পর্যটন কার্যক্রমে সম্পৃক্ত করে টেকসই পর্যটন নিশ্চিতকরণের মাধ্যমে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব।
এদিকে পর্যটকরা যেন নিরাপদে ভ্রমণ করতে পারে সেজন্য সার্বিক নিরাপত্তা জোরদার করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। বেড়াতে আসা পর্যটকরা যাতে নিরাপত্তার সঙ্গে বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণ করতে পারে সেজন্য প্রশাসন সচেষ্ট রয়েছে। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ও নিয়মিত নিরাপত্তার জন্য কাজ করছেন।পর্যটকদের নিরাপত্তা দিতে টুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা পুলিশ,বিজিবি,বাংলাদেশ স্কাউট, বাংলাদেশ রেডক্রিসেন্ট ও আনসার সদস্যরা কাজ করে যাচ্ছে। এ বিষয়ে জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, ঈদের ছুটিতে সকাল থেকেই পর্যটকে মুখরিত ছিল জাফলং। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করছেন। তিনি আরও বলেন, পর্যটকরা বেড়াতে এসে যাতে কোনোভাবেই ভোগান্তিতে না পড়েন, সেদিকে আমাদের নজর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh