গাইবান্ধায় চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ৩ এপ্রিল রাত ৯ টার দিকে একোস্টেট পাড়ায় অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু ও গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান মো.সাইদ হাসান জসিমকে গ্রেফতার করেছে পুলিশ ।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) শাহিনুর ইসলাম তালুকদার বলেন,গাইবান্ধা জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় একোস্টেট পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয় ভাংচুর ও আগুনের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় একটি মামলা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাই সরকার। এ মামলায় গাইবান্ধা সদর আসনের সাবেক এমপি মাহবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের ১১৪ নেতাকর্মীকে আসামি করা হয়।