× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ।

০৫ এপ্রিল ২০২৫, ১৫:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

নড়াইলের লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সজীব মোল্যা(২৬) ও মোঃ রাজিব হোসেন(৩৬) নামের ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সজীব মোল্যা(২৬) নড়াইল সদর থানাধীন মীমাখালী গ্রামের আবু শুক্কুর মোল্যার ছেলে ও মোঃ রাজিব হোসেন(৩৬) একই গ্রামের মোঃ অলিয়ার রহমানের ছেলে।

শুক্রবার (০৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুন্দশী গ্রামের  নিতাই সাহার মুদি দোকানের সামনে সিএন্ডবি হতে ইতনাগামী রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর হতে তাদারকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ তাদেরকে ইয়াবাসহ আটক করে।

নড়াইল  জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) বলেন মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ সজীব মোল্যা(২৬) ও মোঃ রাজিব হোসেন(৩৬) কে গ্রেফতার করা হয়। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩৭(সাঁইত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ব্যাপারে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরো বলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.