× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি ঘোষণা জবিশিসের

জবি প্রতিনিধি।

০৮ এপ্রিল ২০২৫, ১৭:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দূতাবাস অভিমুখে 'মার্চ ফর প্যালেস্টাইন' কর্মসূচির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

আজ (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় কর্মসূচিতে সংহতি জানিয়েছে  করে শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধিরা। এসময় শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মার্চ করে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র এবং সৌদিআরবের দূতাবাস যাওয়ার পাশাপাশি স্মারকলিপি প্রদান করা হবে।

সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ইসলামকে ভালোবেসেই আমাদের এই উদ্যোগ। ফিলিস্তিনের প্রতি ন্যায়বিচার ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আমাদের আয়োজন। বিশ্ববাসীকে আমরা আমাদের পক্ষ থেকে মেসেজ দিবো এবং শান্তিপূর্ণভাবে দূতাবাসে স্মারকলিপি দেবো।

এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসেন, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদসহ শিক্ষক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, জবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা, জবি হিউম্যান রাইট সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদসহ, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.