কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টার সময় অনুষ্ঠিত নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ইউসুফের সঞ্চালনায় ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি তহিদুল ইসলাম টনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক রিয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমরান আলী, দিঘলকান্দি পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই সাগর আহমেদ, জলিল সর্দার, নবীর মন্ডল, পিন্টু গাইন, পাঞ্জুয়ার রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে সাদরে গ্রহণ করে নেওয়া হয় ও প্রবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্য নানা ধরনের স্মৃতিচারণ করে আগামী দিনগুলো তাদের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের মধ্য দিয়ে আরো সাফল্যমন্ডিত হয়ে উঠুক এই কামনাই বিদায়ী সকল এসএসসি পরীক্ষার্থী প্রবীণ ছাত্রছাত্রীদের হাতে কলম পেন্সিল স্কেল ও ফাইল তুলে দেওয়া হয়।