ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহি বাস থেকে পাচারের সময় ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ২টার সময় ত্রিশাল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিগার জামান ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ীতে তল্লাশি করে। নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার লেঙ্গুরা হতে ঢাকাগামী ‘মা মনি এন্টারপ্রাইজ’ নামক একটি বাস (রেজি নং: ঢাকা মেট্রো ব-১৩-১০৬৬) থামিয়ে তল্লাশি চালিয়ে বাসের পিছনের অতিরিক্ত চাকা রাখার স্থানে পাটের বস্তায় মোট ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ৬৩ বোতল মদের আনুমানিক বাজারমূল্য: ১ লক্ষ ৭৫ হাজার টাকা। জব্দকৃত ভারতীয় মদ, অভিযুক্ত তিনজনসহ বাসটি আটক কার হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাড়ীর চালক কাজল মিয়া (২৭),গাড়ীর সুপারভাজার রিফাত মিয়া (২৫) হেলপার ইয়াসিন আরাফাত (২২) এদের সকলের বাড়ী নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলায়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা হয়েছে।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহমেদ বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ।