ফিলিস্তিনে হামলা বন্ধ, স্বাধীন রাষ্ট্র ঘোষণা, ইজরাইল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার এবং বিশ্বনেতাদের এক হয়ে যুদ্ধ বন্ধের দাবিতে ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচী পালন করেছে রাজশাহী কলেজ ছাত্রশিবির শাখার নেতাকর্মীরা।আজ (৯ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় রাজশাহী কলেজের ছাদে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন এবং তা নাড়িয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন তারা।
এসময় অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে বলেন, ইজরাইল পন্য বয়কট করার কর্মসূচী তারা চালিয়ে যাচ্ছেন। তবে এই ইস্যুতে বিক্ষুব্ধ জনতা যে দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটিয়েছে তার নিন্দা জানিয়ে তারা বলেন, ইসলাম কোন ভাবেই ধ্বংসাত্বক কর্মসূচী সমর্থন করেনা। তাই সকলের প্রতি তারা ভংচুর বন্ধের আহবান জানিয়েছেন। কর্মসূচীতে শ্লোগানে শ্লোগানে ফিলিস্তিনের স্বাধীনতা ও ইজরাইল সেনাদের বিচার দাবি করা হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম, সাধারণ সম্পাদক মো: মোসারফ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফেজ আসমাউল হক প্রমুখ।