× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মারা যাওয়ার দুবছর পর কলেজ অধ্যক্ষ হিসেবে পদায়ন

লায়ন কুড়িগ্রাম প্রতিনিধি ।

০৯ এপ্রিল ২০২৫, ১৮:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রায় দু-বছর আগে মারা যাওয়া এক অধ্যাপককে কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে শিক্ষা মন্ত্রণালয়। ঘটনাটি জেলায় চাঞ্চলের সৃষ্টি করেছে। বিব্রতকর অবস্থায় পড়েছে কুড়িগ্রাম সরকারী কলেজ কর্তৃপক্ষ।

জানাগেছে  গত মঙ্গলবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১শ৩৫ জন অধ্যাপকের মধ্যে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে মো. জামাল উদ্দীনের নাম অন্তর্ভুক্ত করা হয়। অথচ তিনি গত ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন।

মৃত জামাল উদ্দীন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। একজন মৃত ব্যক্তির নাম কীভাবে পদায়নের তালিকায় এলো, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বুধবার কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন জানান, অধ্যাপক জামাল উদ্দিন কুড়িগ্রাম সরকারী কলেজের পর্দাথ বিঞ্জান বিভাগের অধ্যাপক ছিলেন। দু বছর আগে তিনি মৃত্যু বরণ করেন। এটি যথাযথভাবে মন্ত্রনালয়ে জানানো হয়েছিল।  এর পরও মন্ত্রানালয় কিভাবে পদায়ন করলেন আমার বোধগম নয়। অধ্যাপক মোঃ জামাল উদ্দীনের বাড়ি কুমিল্লা জেলায়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.