চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের টিলাগাঁও গ্রামে বিস্কুটের প্রলোভন দিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে গিয়ে দেখা যায়, শিশুর অবস্থা আশংকাজনক। শিশুর মা কান্না জড়িত কন্ঠে বলেন, তার ৫ বছরের শিশু কন্যাকে গতকাল বাড়িতে একা পেয়ে বিস্কুট দেয়ার কথা বলে প্রতিবেশী ফজলুর রহমান তার ঘরে দরজা বন্ধ করে মুখে গামছা বেধে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে তাকে ফেলে সে চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে পরে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জানিয়েছেন শিশুর অবস্থা আশংকাজনক। মঙ্গলবার তার মেডিকেল হবে। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।