× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরের সিংড়ায় নেতানিয়াহু ও ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

সিংড়া (নাটোর) প্রতিনিধি।

০৯ এপ্রিল ২০২৫, ১৯:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন, নারী-শিশুদের হত্যা এবং মানবতার বিরুদ্ধে চলমান অপরাধের প্রতিবাদে নাটোরে সিংড়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সিংড়া সুবর্ণ সরোবর থেকে মশার মিছিল নিয়ে বাসস্ট্যান্ডে এসে এই প্রতীকী কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, আজকের কর্মসূচি গাজার মজলুম মানুষের প্রতি আমাদের সংহতির প্রতীক। বাংলাদেশের প্রতিটি জনপদ থেকে আমরা এই বার্তাই দিতে চাই, গণহত্যার বিরুদ্ধে আমরা একতাবদ্ধ।  
সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলা যুগ্ম- আহবায়ক মোমিন বলেন, ইসরায়েল গাজায় যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা মানবতা ও সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ। নিরস্ত্র শিশু, নারী ও নিরীহ মানুষের উপর বর্বর হামলা চালিয়ে তারা যে নৃশংসতা চালাচ্ছে, তা জাতিগত নির্মূল অভিযান ছাড়া আর কিছু নয়।

এসময় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সজিব ,মেহেদী সোহেল, সাব্বির, ওমর ফারুক, ফারদিন'সহ আরো অনেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.