× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায অস্ত্র উদ্ধার

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

০৯ এপ্রিল ২০২৫, ১৯:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র উদ্ধার ক‌রে‌ছে পুলিশ। মঙ্গলবার (৮এ‌প্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার  ১ নং ওয়ার্ড ১০ নং মুসলিমপুর এলাকা থেকে মা‌লিক বিহীন অবস্থায় পড়ে থাকা একটি অস্ত্র উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা কালে মা‌টিরাঙ্গা পৌরসভার ১০নং  মুসলিমপুর এলাকার জনৈক মমরাজ আলীর বাগান থে‌কে মা‌লিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ১ টি এক নলা সচল কাটা বন্দুক উদ্ধার করা হয়। 


মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)  তফিকুল ইসলাম তৌফিক জানান, রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় পড়ে থাকা অস্ত্রটি উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ব্যবহারকারীর সন্ধানে গোয়েন্দা তথ্য সংগ্রহ অব্যহত রয়েছে।


উদ্ধারকৃত আলামত থানা হেফাজতে র‌য়ে‌ছে। বিধি মোতাবেক অস্ত্রটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে ব‌লে তি‌নি জানান। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.