× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি।

০৯ এপ্রিল ২০২৫, ১৯:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধা সদরের গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের দুইপাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ । আজ (৯ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সড়ক ও জনপদ বিভাগ জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার গাইবান্ধা- পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাজারের রাস্তার দুইপাশে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দিন জানান, রাস্তার জায়গা দখল করে দুপাশে বিপুল পরিমাণ অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে তুলসীঘাট বাজার এলাকায় গাইবান্ধা, পলাশবাড়ী ও সাদুল্লাপুর যাওয়া আসার সড়কে নিয়মিত যানজট লেগে থাকে। যানজট নিরসন ও সরকারী সম্পদ উদ্ধারে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে । এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এ উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.