বাঙ্গালী জাতির ঐতিহ্য পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে পাঁচবিবি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১০ এপ্রিল) দুপুরে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।