× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এসএসসি ও সমমানের পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার ৯৭২ জন

ময়মনসিংহ ব্যুরো

১০ এপ্রিল ২০২৫, ১৩:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বৃহস্পতিবার থেকে ময়মনসিংহসহ সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের চার জেলায় সর্বমোট ১ লক্ষ ৬ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৯১ হাজার ৮৩৫ জন এবং অনিয়মিত ১ হাজার ৪১৬ জন পরীক্ষার্থী।

ময়মনসিংহ বিভাগের সর্বমোট পরীক্ষার্থীদের মধ্যে ময়মনসিংহ জেলার ৬৫টি কেন্দ্রে ৪৬ হাজার ৫৮০ জন; জামালপুর জেলার ৫২টি কেন্দ্রে ২৬ হাজার ৬৫৮ জন; নেত্রকোনা জেলার ২৬টি কেন্দ্রে ১৯ হাজার ৬২২ জন এবং শেরপুর জেলার ১৩টি কেন্দ্রে মোট অংশগ্রহণেচ্ছু পরীক্ষার্থী ১৪ হাজার ১১২ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৪৪ হাজার ৪৫৩ জন; মানবিক বিভাগের পরীক্ষার্থী ৫৭ হাজার ৭৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ৫ হাজার ৪৪৪ জন।

এবার ময়মনসিংহ বিভাগের মোট ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ৩৩০টি প্রতিষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ কর্তৃক পাওয়া সূত্রমতে এসব তথ্য জানা যায়

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.