চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেইনে উন্নীতকরণের দাবিতে পদযাত্রা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত 'আমরা ১১ জন' এর ব্যানারে কাফন গায়ে প্রতীকি পদযাত্রা গত বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয়। বৃহস্পতিবার কক্সবাজারে এসে শেষ হয় এ পদযাত্রা। আজ (১০ এপ্রিল) সকাল ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পৌঁছায়।
পরে গণস্বাক্ষর কর্মসূচি ও সংক্ষিপ্ত সমাবেশে পদযাত্রায় অংশগ্রহণকারীরা 'চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আর কত লাশ পড়বে' এমন প্রশ্ন রেখে দ্রুত মহাসড়কটি ৬ লেনে উন্নীতের দাবি জানান। সেইসাথে ৬ দফা দাবি নিয়ে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দীন'কে প্রধান উপদেষ্টার বরাবর স্মারক লিপি প্রদান করেন।
পদযাত্রা কর্মসূচির প্রধান সমন্বয়ক সৌরভ প্রিয় পালের নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অরুপ রতন চক্রবর্তী, ইদ্রিস পানু, মোহাম্মদ হানিফ, সুকান্ত সুকান্ত তালুকদার তালু জুয়েল, দেবব্রত পাল দেবু, পুলক চৌধুরী, বিল্পব চৌধুরী বিল্লু জীবন মিত্র রাজসহ প্রমুখ।