জায়নবাদী ইসরাইলের নির্মম হামলা বন্ধ ও ফিলিস্তিনিদের প্রতি বৈশ্বিক সমর্থন জোরদারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) 'মার্চ ফর প্যালেস্টাইন' কর্মসূচি পালিত হয়েছে। জবি শিক্ষক সমিতির আয়োজনে এ পদযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হওয়া মিছিলটি নয়াবাজার পর্যন্ত অগ্রসর হলে পুলিশ ও প্রশাসনের অনুরোধে পরিসর সীমিত করা হয়।
পরে একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন ও সৌদি দূতাবাসে বাংলা, ইংরেজি ও আরবিতে প্রণীত স্মারকলিপি জমা দেন। জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনের নেতৃত্বে এ প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ইসরাইলের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ইসরাইলি আগ্রাসন, বন্ধ করো করতে হবে’, 'ইসরাইলি পণ্য বর্জন করো, ওআইসি হাল ধরো'—সহ বিভিন্ন স্লোগান দেন। এছাড়া তাদের হাতে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থনমূলক প্ল্যাকার্ড দেখা যায়।
মিছিল শেষে ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসের নিন্দা করেন। সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন তিনদফা কর্মসূচি ঘোষণা করেন। সেগুলো হলো : ইসরাইলি পণ্য আমৃত্যু বর্জন, ফিলিস্তিনিদের জন্য দোয়া চালু রাখা, স্মারকলিপির ফলোআপ না হলে জাতিসংঘের বাংলাদেশ অফিস ঘেরাও।
সমাবেশে শিক্ষক, ছাত্র ও কর্মচারী নেতারা ফিলিস্তিনি শিশু-নারী ও বেসামরিক নাগরিকদের রক্ষায় বিশ্ব নেতাদের জরুরি পদক্ষেপের আহ্বান জানান। শেষে গাজায় নিহতদের আত্মার শান্তি ও ফিলিস্তিনের মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার ফিলিস্তিনিদের ন্যায্য সংগ্রামের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।