× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জৈন্তাপুরে কৃষকদের মাঝে আউশ আবাদ প্রনোদনা কর্মসূচির উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ।

১০ এপ্রিল ২০২৫, ১৬:১০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার সহায়তা প্রদান প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ (১০ই এপ্রিল) দুপুর ১২:০০ ঘটিকায় প্রনোদনা কর্মসূচির অংশ হিসেবে স্হানীয় কৃষকদের মাঝে সার বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে পূনর্বাসন খাত হতে খরিপ-১ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রধান প্রদোদনা বিতরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ সময় সপ্তাহব্যাপী উপজেলার ছয়টি ইউনিয়নের ১২শ কৃষক এই প্রনোদনার আওতায় আসবেন। এতে প্রত্যেক কৃষক ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার পাবেন।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপ- সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, উপ- সহকারী কৃষি কর্মকর্তা সানজিদা ইসরাত, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, কৃষি অফিসের এসএম রেজাউল করিম সহ প্রনোদনা নিয়ে আসা বিভিন্ন ইউনিয়ন হতে আগত কৃষকবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.