× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহীতে জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত হয়েছে

শফিকুল আলম ইমন, রাজশাহী প্রতিনিধি।

১০ এপ্রিল ২০২৫, ১৬:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসেব রাজশাহীতে জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত হয়েছে। এর আওয়তায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচীর পালন করেন অংশগ্রহনকারীরা।  

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ এপ্রিল)  সকাল ১০ টায় বরেন্দ্র ইয়্যুথ ফোরাম ও বারসিক নামের যুবসংগঠন নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচীর আয়োজন করে। এতে নগরীর সাংবাদিক, শিক্ষক, তরুণযুবাসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন। এ সময় ব্যানার ও প্লাকার্ড লিখে জলবায়ুর পরিবর্তনের নানা দিক তুলে ধরেন আয়োজকরা। পাশাপাশি সমতলের খরা ও জলবায়ুর ফলে কৃষি বিপর্যয়সহ নানা ভাবে আক্রান্ত মানুষের ক্ষতিপুরণের দাবি করেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা উত্তরাঞ্চলের খরায় ক্ষতিগ্রস্থ কৃষকের জন্য আলাদা তহবিল গঠন, খরা ভাতা বা প্রণোদনা বৃদ্ধির দাবি করেন। একই সাথে দেশের দক্ষিণাঞ্চলের পাশাপাশি উত্তরের জলবায়ু পরিবর্তনের বিষয়টি ও বিশ্বদরবারে তুলে ধররার দাবি করেন তারা। প্রায় ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচী থেকে জলবায়ুর পরিবর্তন প্রতিরোধে বৃক্ষরোপন কর্মসূচী এবং গৃহায়ণ পরিকল্পনায় সবুজকে গুরুত্ব দেবার দাবি করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.