× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি সন্ত্রাসী ভূমিদস্যুতা বা অপকর্ম করলে ছাড় নেই পরিতোষ চক্রবর্তী

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি।

১০ এপ্রিল ২০২৫, ১৬:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরের বদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেছেন, দেশের জনগণের ভালোবাসার একমাত্র রাজনৈতিক দল বিএনপি। প্রতিষ্ঠালগ্ন থেকে এ দল জনগণের সুখ- দুঃখের সাথী।

বিগত ফ্যাসিস্ট সরকার দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত বা ষড়যন্ত্র করেও এ দলের নাম জনগণের হৃদয় থেকে মুছতে পারেনি। জনগণের ভালোবাসার রাজনৈতিক দল বিএনপি। তাই কেউ এদলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমিদস্যুতা বা কোনো অপকর্ম করলে তার দায় দল নিবেন না , বরং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী অপকর্মকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি উপজেলার সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিগত সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারনে দলের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দলের নেতাকর্মীরা প্রতি মুহূর্তে নানা হয়রানির শিকার হয়েছেন। আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী কে জীবন দিতে হয়েছে। অনেক নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করে এখনো জীবনের গ্লানি টানছেন। এ সকল বিষয় গুলো আমাদের স্মরণ রাখতে হবে।

তিনি বলেন,দলীয় সিদ্ধান্ত অমান্য করে শৃঙ্খলা ভঙ্গের সম্প্রতি একটি ঘটনায় বদরগঞ্জ উপজেলার ৮জন কে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সবাই মানুষ। প্রতিটা মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দ রয়েছে, সেই জায়গা থেকে দলের নেতাকর্মীরা কেউ আমাকে, কেউ অমুক কে পছন্দ করতেই পারেন। এজন্য যারা আমাকে পছন্দ করেন তারা আমার লোক, অন্যরা যারা আমাকে পছন্দ করেন না, তারা আমার লোক না। আমরা যারা এই বদরগঞ্জ উপজেলায় নেতৃত্ব দেই বা দেওয়ার জন্য চেষ্টা করি, তাদের এ ধরনের মনমানসিকতা পরিহার করতে হবে।

কারণ আমাদের মনে রাখতে হবে, আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের সৈনিক, আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ও তারুণ্যের অহংকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতা। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে আমাদের কে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে হবে। তিনি সর্বোপরি বলেন, দেশ ও জাতি কে নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে, এ বিষয়ে সজাগ থাকতে হবে এবং আগামী নির্বাচন ও বিএনপি কে নিয়ে যে ষড়যন্ত্র চলছে এটি কে মোকাবেলা করে বিএনপি কে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। তাই আসুন বিভেদ নয়, ঐক্য। এই শ্লোগান কে বাস্তবে পরিণত করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।

উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য ১০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের তার নিজ বাসভবনে এ কথাগুলো বলেন। এ সময় বদরগঞ্জ উপজেলার, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.